রাজশাহী মুসলিম স্কুলে শিক্ষক লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:১৪; আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৫:১৫
রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার জেরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী-অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর স্কুলের ‘ছাত্রত্ব’ সন্দেহজনক হওয়ায় প্রধান শিক্ষক একরামুল হক স্কুলের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ ইবনে শরীফকে বিষয়টি নিশ্চিত করতে বলেন। বেলা ১২টার দিকে শিক্ষার্থীর অভিভাবক খাইরুল আলম অফিস সহকারী ফরহাদ হোসেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ ইবনে শরীফ এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিমকে লাঞ্ছিত করেন। পরে অন্যান্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে খাইরুল আলম তাদের উপরও চড়াও হন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন।
এ পরিস্থিতিতে শিক্ষকরা দুপুর দেড়টার দিকে টিচার্স রুমে জরুরি সভা করেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিম। সভায় শিক্ষকরা অভিভাবক খাইরুল আলম কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে স্কুলের সভাপতি ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা সভার রেজুলেশন ও লিখিত অভিযোগ জমা দেন।.

আপনার মূল্যবান মতামত দিন: