হাদী উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯; আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী (স্বতন্ত্র) ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর নৃশংস গুলিবর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর বিএনপি।
শনিবার বিকেল ৪ টার দিকে নগরীর বাটার মোড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মিজুনুর রহমান মিনু। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ।
বক্তারা বলেন, ওসমান হাদী ও এরশাদ উল্লাহ এর উপর হামলায় যারাই জড়িত থাকুক না কেনো তদন্ত করে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে ফ্যাসিবাদি অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন: