ছাত্রলীগ ক্যাডার মেরাজের নামে অস্ত্র মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯; আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯

সংগৃহিত
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও অস্ত্রধারী ক্যাডার  ইরফান খান মেরাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। শনিবার রাতে মহানগরীর রানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোবার তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন অস্ত্রধারী ক্যাডার ইরফান খান মেরাজ পলাতক ছিল। শনিবার রাতে তাকে রানীবাজার এলাকায় জুলাই যোদ্ধারা দেখতে পেলে তাকে ধরে গণধোলাই দেন। গণধোলাইয়ের মাঝেই পুলিশ তাকে নিজ হেফাজতে নিয়ে ভ্যানে ওঠায়।
উত্তেজিত জনতা জানায়, এরাই এদেশের শত্রু। দেশকে এই নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ আওয়ামী লীগরাই অস্থির করে রেখেছে এবং ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের গোপনে গুলি করে হত্যা করছে।রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের উপগ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইরফান খান মেরাজকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। অস্ত্র ও বিষ্ফোরক আইনের ১০টি ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top