পবায় ৯ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ১৮:১৩; আপডেট: ৮ জানুয়ারী ২০২৬ ২১:৩৫
পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।উদ্ধারকৃত গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল দূর্গা পারিলা এলাকার ওই পেয়ারা বাগানে অভিযান চালায়।
পুলিশ জানায়, আটক মাজেদ আলী পবা থানাধীন দূর্গা পারিলা এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি বড় আকার ধারণ করে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।
স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে। পুলিশ আরও জানায়, জব্দ করা গাঁজা গাছটি থেকে প্রাপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার অধিক।

আপনার মূল্যবান মতামত দিন: