কাটাখালি পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১ ০৩:০৮; আপডেট: ১৮ জানুয়ারী ২০২১ ০৩:১০

শীতবস্ত্র বিতরণ করছেন আরএমপি কমিশনার।

রাজশাহীর পুঠিয়া উপজেলার কাটাখালি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

রবিবার (১৭ ডিসেম্বর) নগরীর উপকন্ঠ মাসকাটাদিঘী স্কুল মাঠে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলী ও আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি পুলিশ কমিশনার জনপ্রতি ১টি করে এক হাজার কম্বল প্রতিবন্ধি ও দুস্থদের হাতে তুলে দেন। 

পৌর মেয়র মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে নগর পুলিশের কমিশনার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুরো রাজশাহী নগরীতে পর্যায় ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ ও কিশোর গ্যাং নিমূর্লে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কোন প্রকার অপরাধের সাথে আপোষ নয়। মাদকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে পুলিশ কমিশনার বলেন, মাদকের উপর পর্যায়ক্রমে অভিযান বেগবান করা হবে। 

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top