রাজশাহী ২ আসনে জামায়াত প্রার্থী ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীরের গণসংযোগ

পবা প্রতিনিধি: | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬ ১৯:০১; আপডেট: ২২ জানুয়ারী ২০২৬ ২১:৪১

- ছবি - ইন্টারনেট

পথ সভার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী ২ (সদর) আসনের প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে  তিনি মহানগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ গ্রহণ করেন।

রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এছাড়াও আরও বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সেক্রেটারি মোঃ ইমরান নাজির, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।

৫ নম্বর ওয়ার্ড আমির মোঃ আবু আব্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- রাজপাড়া থানা সহকারী সেক্রেটারি মোঃ বাবর আলী, সাংগঠনিক সেক্রেটারি শরিফ আল মাহমুদ, পেশাজীবী সভাপতি মোঃ রবিউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুর, যুব বিভাগের সভাপতি আবু হানিফ সোহাইল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকিউর রশিদ সঞ্জু, ছাত্রশিবির রাজপাড়া থানা সভাপতি মোঃ সিফাত আলম সহ জামায়াতের অসংখ্য নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ।

পথ সভায় অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন- ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সৎ যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব নির্বাচিত করার কোন বিকল্প নাই। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পরে অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজপাড়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাথান ৬ নম্বর ওয়ার্ডের ভাটাপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িপাড়া সহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top