রাজশাহীতে পালিত হল ভারতের গণতন্ত্র দিবস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১ ২২:২৯; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২০:৫৮

দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের হাইকমিশনার।

রাজশাহীতে পালিত হল ভারতের ৭২তম গণতন্ত্র দিবস। রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের চ্যান্সেরী প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়।

দিবস পালন উপলক্ষে সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এই সময় তিনি গণতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পড়ে শোনান তিনি।

দিবস উদযাপনের অনুষ্ঠানে রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিভিন্ন মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top