রাজশাহীতে একদিনে মৃত্যু দুই মুক্তিযোদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২০ ২১:১৯; আপডেট: ৩০ জুলাই ২০২০ ২২:১৮

বীর বিক্রম আবদুল খালেক এবং বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন (সংগৃহিত)

রাজশাহীতে একই দিনে মারা গেলেন গোদাগাড়ী উপজেলার বীর বিক্রম আবদুল খালেক এবং বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন।

হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টার দিকে শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন।

মৃত্যুকালে মুক্তিযোদ্ধা মোকবুল হোসেনের বয়স ছিল প্রায় ৭৫ বছর। স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

এদিকে একইদিনে প্রায় ৫০ বছর পর খেতাবপ্রাপ্ত গোদাগাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল খালেক আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেন

৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করা বীর বিক্রম আবদুল খালেকের বাড়ি গোদাগাড়ীর চাপাল গ্রামে।

সদ্য খেতাবপ্রাপ্ত বীর বিক্রম আবদুল খালেক মুক্তিযোদ্ধাদের লিস্টে তার নাম পান গত ৬ জুন নতুন প্রকাশিত গেজেটে।

গেজেট বিভ্রাটের কারণে এতদিন স্বীকৃতি পেতে বিলম্ব হয় বীর বিক্রম আব্দুল খালেকের।

দুই মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top