ঈদের দিনে ভারী বর্ষণের আশংকা নাই রাজশাহীতে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ২০:০১; আপডেট: ১ আগস্ট ২০২০ ০২:০৫

ফাইল ছবি

দেশে বিরাজ করছে বন্যা পরিস্থিতি। বন্যা ও ভারী বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

অন্যদিকে, মুসলমানদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহার জামায়ত অনুষ্ঠিত হবে আগামী ১ লা আগস্ট (শনিবার)। আর ঈদের জামায়াতকে ঘিরে বৃষ্টিপাতের আশংকায় রাজশাহী মুসল্লিরা।

তবে ঈদের দিন রাজশাহীর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিসের কর্তৃপক্ষ।

আগামী তিন দিন অর্থাৎ ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই উল্লেখ করে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান প্রকৃতিগত কারণে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি হলেও তা হবে হালকা ও বিক্ষিপ্ত স্থানে। সামান্য সময়ের মধ্যেই তা থেমে যাবে। তবে কোথাও বিরামহীন বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরো জানান, গত ২৯ জুলাই রাজশাহী অঞ্চলে ভারি বৃষ্টি হওয়ায় রাজশাহীর আকাশ এখন অনেকটাই পরিস্কার। কোথাও ভারি মেঘ জমে নেই। এমন অবস্থায় আকাশে ভারি মেঘ জমতে কিছুদিন সময় লাগবে।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top