নগরীতে বাসচাপায় প্রখ্যাত আলেম নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪০; আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১৭
                                রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বাসচাপায় মাওলানা মিজানুর রহমান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কাশিয়াডাঙ্গা রায়পাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। সোমবার সন্ধ্য পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গার শায়েরগাছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় মিজানুর রহমান ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাওলানা মিজানুর রহমান মহিষবাথান জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে পেশ ইমাম-এর দ্বায়িত্ব পালন করেন।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: