নগর পুলিশের অভিযানে আটক ৩১
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০২:৪৩

নগরীতে পুলিশের অভিযানে আটক করা হয়েছে ৩১ জন ব্যক্তিকে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুরু করে বুধবার (০৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
পুলিশের অভিযানে আটককৃতদের বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জন।
এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসব আটককৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: