বিভাগে নতুন শনাক্ত ১৯

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৯; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৪:৩১

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে করোনাক্রান্ত হয়েছে ১৯ জন। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বুধবার বিভাগের রাজশাহীতে তিনজন, নাটোরে দুইজন, বগুড়ায় আটজন, সিরাজগঞ্জে পাঁচজন এবং পাবনায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৮ জনেরই বাড়ি বগুড়া।

পাশাপাশি ভাইরাসটিতে রাজশাহীর নয়জন, নওগাঁর একজন এবং নাটোরের পাঁচজন সুস্থ হয়েছেন। বুধবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্যমতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩২০ জন। এদের মধ্যে ২৩ হাজার ৬৬১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬১ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top