২৪ ঘন্টায় বিভাগে সনাক্ত ১৮

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৫; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৮:২১

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৮ জন। শুক্রবার (০৫ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে চারজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় আটজন এবং সিরাজগঞ্জে চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৩ জনেরই বাড়ি বগুড়া।

পাশাপাশি, রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোরের একজন সুস্থ হয়েছেন।

তবে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৩৮ জন।

সর্বশেষ তথ্য মতে, ২৩ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬২ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top