বিশিষ্ট আলেমে দ্বীন মিজানুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৬; আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মজলিসে শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং ওলামা বিভাগের প্রয়াত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান (৫২) এর রুহের মাগফিরাত কামনা করে গত শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওলামা-মাশায়েখ পরিষদ রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ওলামা-মাশায়েখ পরিষদের উপদেষ্টা ড. মাওলানা কেরামত আলী। আবু মোস্তফা আল মারুফ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামিক ষ্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ,এইচ এম,শহীদুল ইসলাম, বশিরাবাদ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহিয়া, নূর জামে মসজিদ এর খতিব মাওলানা রুহুল আমিন, দেওয়ান মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নওশাদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজশাহীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান পবিত্র কোরআন ও হাদিসের বাণী প্রচার এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে সারা জীবন কাজ করেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। ইসলামি চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। একই সাথে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি আমৃত্যু সমাজসেবা ও মসজিদের খেদমত করে গেছন। পাশিপাশি তিনি আদর্শ, চরিত্রবান, সৎ খোদাভীরু মানুষ তৈরির জন্য অক্লান্ত চেষ্টা করেছেন। তার মৃত্যুতে ইসলাম প্রসারের ধারায় অপূরণীয় ক্ষতি হয়েছে।
মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার জান্নাতে সর্বোচ্চ মর্যাদা প্রদানের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা কর হয়।
উল্লেখ্য, রাজশাহীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান ০১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টার সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।
আপনার মূল্যবান মতামত দিন: