রাজশাহীতে প্রথম টিকা নেবেন এমপি বাদশা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০০; আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০১
                                রাজশাহীতে করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে রোববার। এ কর্মসূচির আওতায় প্রথম করোনার টিকা গ্রহণ করবেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। শনিবার তিনি গণমাধ্যম কর্মীদের তথ্য জানিয়েছেন।
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, সংসদ সদস্য হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই নিবন্ধন করেছেন। টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। এই ভীতি কাটিয়ে তাদের উদ্বুদ্ধ করতেই সবার আগে টিকা নিব। টিকা নেয়ার জন্য তার বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য উল্লেখ করে অনলাইনে নিবন্ধন করেছিলাম।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ফোন করে রোববার সকাল ১০টায় টিকা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজশাহীর প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: