ফেসবুকভিত্তিক গ্রুপ অংশুর উদ্যোগে
এতিম বাচ্চাদের নিয়ে অনন্য আয়োজন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:০৬

ফেসবুকভিত্তিক শিল্প-সাহিত্য-সংস্কৃতির গ্রুপ অংশু। অনলাইনে সাহিত্য সংস্কৃতির নানাদিকে ভূমিকা রেখে ইতিমধ্যেই বেশ পরিচিতি লাভ করেছে গ্রুপটি। অনলাইনভিত্তিক কাজের পাশাপাশি অংশু সমাজের নানামুখি কার্যক্রম পরিচালনা করছে।
শীতকালে প্রায় এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্কুলভিত্তিক পাঠাগার স্থাপন ছিলো অংশুর কাজগুলোর মধ্যে অন্যতম। এবার এতিমখানার বাচ্চাদের নিয়ে অংশুর বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক কাজের অংশ হিসেবে অংশু এতিমখানার বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে কাজ করছে। তারই অংশ হিসেবে অংশুর সদস্যরা গত ০৬/০২/২০২১, শনিবার রাজশাহী মহানগরীর বশিরাবাদ দাওয়াতুল ইসলাম এতিমখানায় যায়। সেখানে এতিমখানা পরিচালনা কমিটির সদস্য এবং এতিম বাচ্চাদের সাথে তারা দিনব্যাপী নানান কর্মসূচী পালন করেন।
প্রোগ্রামে এতিম বাচ্চাদের উন্নত মানের খাবার প্রদান, পোষাক বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উক্ত এতিমখানায় অংশু পাঠাগার স্থাপনসহ আরো কিছু উন্নয়নমূলক কাজ করবেন বলে অংশুর সিনিয়র সদস্য রাজীব খান এবং মাফি খান রাজটাইমসকে অবহিত করেন।
প্রোগ্রামের শেষের দিকে এক সংক্ষিপ্ত আলোচনায় এতিমখানার সভাপতি মো: নজরুল ইসলাম বলেন, ”এতিমখানায় বর্তমানে একত্রিশ জন এতিম বাচ্চা আছে। তাদেরকে আমরা পারিবারিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ দেওয়ার চেষ্টা করি। সমাজের সচ্ছল ব্যক্তিদের দান সদকায় এতিমখানাটি পরিচালিত হয়। অংশুর মতো করে অন্যরা এগিয়ে এলে এই এতিম বাচ্চাদের আমরা আরো একটু সুন্দর পরিবেশ দিতে পারবো।”
আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বশিরাবাদ দাওয়াতুল ইসলাম এতিমখানার সেক্রেটারী জনাব ইয়াহিয়া এবং পরিচালনা কমিটির সদস্য এম ইউসুফ আলী। অংশুর পক্ষে বক্তব্য রাখেন, অংশুর অ্যাডমিন আসাদুজ্জামান জুয়েল এবং মডারেট গোলাম মোর্শেদ, নন্দনগাছী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান আখন্দ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: