নওহাটা পৌর নির্বাচনে জিতলেন যারা
নিজস্ব প্রতিবেদক, পবা | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৮; আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৩

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৪৪৫১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী খান (নারিকেল গাছ) ১৩৭৮৬ ভোট পেয়েছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন- মোসাঃ আসমা বেগম (হারমোনিয়াম) ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে- মোসাঃ রেশভানু বেগম (বলপেন) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মোসাঃ রাশেদা বেগম (টেলিফোন) নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে- নির্বাচিত হয়েছেন মোঃ দিদার হোসেন ভুলু (উটপাখী), ২নং ওয়ার্ডে- মোঃ আজিজুল হক (উটপাখী), ৩নং ওয়ার্ডে- মোঃ সুজন মোল্লা (ডালিম), ৪নং ওয়ার্ডে- মোঃ নাজিম উদ্দিন মোল্লা (পানির বোতল), ৫নং ওয়ার্ডে- মোঃ মোকলেছুর রহমান (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে- মোঃ আবু বাক্কার সিদ্দিক (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে- মোঃ আবু সুফিয়ান শেখ (ডালিম), ৮নং ওয়ার্ডে- মোঃ হাসিবুর রহমান (ডালিম) এবং ৯নং ওয়ার্ডে- মোঃ আফতাব উদ্দিন (উটপাখী) নির্বাচিত হয়েছেন।
পৌরসভা নির্বাচন চলাকালে ৪নং ওয়ার্ডের ধাগধানী ও বাগসারা কেন্দ্রে আওয়ামী লীগের বহিরাগতদের সাথে সংঘর্ষ চলাকালে সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছেন। পরে ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে। এছাড়াও বাগসারা কেন্দ্রে আওয়ামী বিদ্রোহী প্রার্থীর মাইক্রো ভাংচুর ও সাংবাদিক আহতের ঘটনায় ১১জন এবং নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় (পিল্লাপাড়া) কেন্দ্রে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার সময় ৩ যুবককে আটক করা হয়েছে।
নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন, সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১৮জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে (১, ২ ও ৩ নং ওয়ার্ডে) ৭জন, (৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে) ৫জন এবং (৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে) ৬জন সহ মোট ১৮জন প্রার্থী লড়াই করেছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে- ৮জন, ২নং ওয়ার্ডে- ৪জন, ৩নং ওয়ার্ডে- ৭জন, ৪নং ওয়ার্ডে- ৬জন, ৫নং ওয়ার্ডে- ৬জন, ৬নং ওয়ার্ডে- ৬জন, ৭নং ওয়ার্ডে- ৪জন, ৮নং ওয়ার্ডে- ৪জন, ৯নং ওয়ার্ডে- ৩জন সহ মোট ৪৮জন প্রার্থী লড়াই করেছেন।
১২ফেব্রুয়ারী মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে এবং ১৪ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো এ পৌরসভার নির্বাচন।
এনএস
আপনার মূল্যবান মতামত দিন: