নগরীতে পাঁচ জুয়াড়ি গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৬; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:২৫
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে আরও পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নগরীর চর সাতবাড়িয়া এলাকার একটি কদম বাগানের মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন হলেন- চর সাতবাড়িয়া এলাকার নকির আলী (৩২), মো. কালু (৪০), তরিকুল (২৫), মো. বাবু (৫০) এবং ডাঁশমারী এলাকার রফিকুল ইসলাম (৩২)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
আরএমপি মুখপাত্র জানান, জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে দুই প্যাকেট খোলা তাস এবং নগদ ১২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
- এসএইচ
 

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: