বাগমারায় প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২০ ২২:১০; আপডেট: ৩ আগস্ট ২০২০ ২২:৩২

ফাইল ছবি

রাজশাহীতে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) রাতে রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত স্বামী প্রবাসী শাহাদত হোসেন (৪৮)। তিনি গনিপুর ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত ওয়াহেদ বকসের ছেলে ও ইরাক প্রবাসী।

বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা আত্মসাতের জন্য স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে, পুলিশের অবস্থান নিয়ে সন্দেহ স্বজনদের। পুলিশ স্ত্রীকে আটক করলেও অভিযোগ আমলে না নিয়ে ইউডি মামলা গ্রহণ করে। এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ছোটভাই জাহাঙ্গীর আলম জানান, তার ভাই জুলাইয়ে দেশে ফেরার পর স্ত্রীর সাথে আর্থিক বিষয়ে বিরোধ হয়।

জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানান, বিরোধের জের ধরে গতকাল রোববার (২ আগস্ট) রাতে স্ত্রী আঙ্গুরি বেগম খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পর রাত সাড়ে দশটার দিকে তিনি অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে আঙ্গুরি বেগম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর স্বামী গ্যাস্ট্রিকে মারা গেছেন।

হত্যার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, প্রাথমিক ভাবে মনে হয়েছে শাহাদত হোসেন গ্যাস্ট্রিকে মারা গেছেন। তাই ইউডি মামলা গ্রহণ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিহতের স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছেন বলে স্বীকার করেন।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top