কাটাখালিতে মৃত লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৬; আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৮

ফাইল ছবি

রাজশাহীতে চারঘাট উপজেলার কাটাখালী পৌরসভা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কাটাখালীর চক বেলঘড়িয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তি চক বেল ঘড়িয়ার মৃত কাশেমের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৮) বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ওই নেশা করতো বলে স্থানীয়রা জানায়। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top