বিভাগে ২৪ ঘন্টায় সুস্থ ১৬১
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৪; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

মহামারী করোনা প্রকোপ থেকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬১ জন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরোগ্য হওয়া ১৬১ জনের মধ্যে ১৪৬ জনেরই বাড়ি সিরাজগঞ্জ। এছাড়া এ দিন রাজশাহীর আটজন, জয়পুরহাটের তিনজন এবং বগুড়ার তিনজন করোনা জয় করেছেন। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন করে সাতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
সনাক্তদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর দুইজন, জয়পুরহাটের একজন, বগুড়ার দুইজন এবং পাবনার একজন শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনটিতে জানানো হয়, মঙ্গলবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬০৫ জন।
সর্বশেষ তথ্য মতে, ২৪ হাজার ১২৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: