জেলায় করোনায় প্রাণহানি আরো দুজনের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ২২:২৫; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০০:৫৯

ফাইল ছবি

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথমদিকে রাজশাহী জেলার অবস্থা ভালো হলেও দিনের পর দিন অবনতি হচ্ছে এই জেলার পরিস্থিতি। বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা সংক্রমন ঘটেছে আরো ৩১জনের শরীরে। মারা গেছেন আরো ২জন রোগী ।

মঙ্গলবার (৪ আগস্ট) জেলার সিভিল সার্জনের দেয়া নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩২৩ জন। যাদের মধ্যে নগরীতেই রয়েছে অধিকাংশ রোগী। মোট মারা গেছেন ২৫জন।

মোট শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২ হাজার ৫০৪ জন নগরীর। এছাড়া বাঘা উপজেলায় ৭২ জন, চারঘাটে ৮৮জন, পুঠিয়ায় ৭৬, দুর্গাপুরে ৫৮, বাগমারায় ৬৬, মোহনপুরে৯৪, তানোরে ৮৭, পবায় ১৯৮ ও গোদাগাড়ীতে ৮০ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০০ জন। এদের মধ্যে ১ হাজার ১৮৩ জন নগরীর, বাঘার ২০জন, চারঘাটের ৩৪, পুঠিয়ার২১, দুর্গপুরের ১৫, বাগমারার ২৮, মোহনপুরের ৫৫, তানোরের ৪২, পবার ৮৮ ও গোদাগাড়ীর ১৪ জন।

অন্যদিকে, করোনায় আক্রান্ত ২৭ জন মৃতের মধ্যে নগরীর ১২জন, পবা উপজেলায় ৭জন, বাঘা উপজেলার ১, চারঘাটে ২, পুঠিয়ায় ১, মোহনপুরে ১ এবং গোদাগাড়ীতে ৩ জন।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top