পুঠিয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ২২:৫৬; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০১:১১

আটককৃত দুই মাদক ব্যবসায়ী

আটককৃত দুই মাদক ব্যবসায়ী

র‌্যাবের পরিচালিত এক অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার নামাজগ্রাম এলাকায় র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দলের পরিচালিত অভিযানে ফেনসিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃম দুইজন হলেন- পুঠিয়ার থান্দারপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. হাবিব (৩৭) ও দুর্গাপুর উপজেলার যোগীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে আজাহার আলী (২৮)।

অভিযানে তাদের কাছ থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে পুঠিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top