পুঠিয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ২২:৫৬; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০১:১১
-2020-08-04-16-57-14.jpg)
আটককৃত দুই মাদক ব্যবসায়ী
র্যাবের পরিচালিত এক অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার নামাজগ্রাম এলাকায় র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দলের পরিচালিত অভিযানে ফেনসিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃম দুইজন হলেন- পুঠিয়ার থান্দারপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. হাবিব (৩৭) ও দুর্গাপুর উপজেলার যোগীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে আজাহার আলী (২৮)।
অভিযানে তাদের কাছ থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে পুঠিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: