বিভাগে করোনায় মৃত্যু নেই টানা আটদিন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১ ০১:৩০; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৪:৫৩

মহামারী করোনায় টানা আটদিন মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে রাজশাহী বিভাগে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগজুড়ে এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।
পর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: