মসজিদ মিশন একাডেমীতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ০৫:৪৬; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:১৫

রাজশাহী মহানগরীর মসজিদ মিশন একাডেমীতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ কর্ণারের উদ্বোধন করেন।
মসজিদ মিশন একাডেমীর অধ্যক্ষ নুরুজ্জামান খান এর সভাপতিত্বে ফজলে হোসেন বাদশা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের একডাকে হাজার হাজার বাঙালী হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। তার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। সুতরাং সেই নেতার প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ না থাকে তাহলে চলবে না। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নুরল আলম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।
আপনার মূল্যবান মতামত দিন: