ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে রহস্যজনক চুরি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২০ ১৮:৩০; আপডেট: ২১ মে ২০২৪ ০১:১০

নগরীতে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের জানালা ভেঙে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। চোর অফিসের কম্পিউটার ছাড়া আর কিছু নেয়নি।

বুধবার (৬ আগষ্ট) গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।

এর আগে, গত ২৯ জুলাই গভীর রাতে এই কার্যালয়ের একটি জানালা এবং শৌচাগারের একটি ভেন্টিলেটর ভেঙে ফেলে। তবে শব্দে দোতলায় থাকা বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। তিনি উঠলে নিচতলা থেকে চোর পালিয়ে যায়। এর এক সপ্তাহের মধ্যেই কার্যালয়টিতে চুরির ঘটনা ঘটল।

২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী এই চুরির ঘটনাকে রহস্যজনক বলছেন। কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী বলেন, চুরির ঘটনাটি খুবই রহস্যজনক। প্রথম দিন ব্যর্থ হওয়ায় পরে আবার চেষ্টা করে চোর সফল হয়েছে। চোরের টার্গেট ছিল শুধু অফিসের কাজে ব্যবহৃত কম্পিউটারটি। শুধু সেটিই নিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার ঘরেই একটি কম্পিউটার ছিল। চাইলে চোর সেটিই নিয়ে যেতে পারত। দরজা ভেঙে কষ্ট করে আরেক ঘরে যাওয়া লাগত না।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, কাউন্সিলরের কার্যালয়ে চুরির ঘটনায় ওয়ার্ড সচিব মশিউর রহমান বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরকে ধরে কম্পিউটার উদ্ধারের চেষ্টা চলছে।

এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top