করোনায় বিভাগে নতুন শনাক্ত ১৯
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১ ২৩:২৮; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০৮:৪৮

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে আরও ১৯ জন। রোববার (১৪ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, শনিবার বিভাগের রাজশাহীতে আটজন, নাটোরে তিনজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি থেকে বিভাগের সাতজন করোনা রোগী সুস্থও হয়েছেন।
সুস্থদের মধ্যে ছয়জনেরই বাড়ি রাজশাহী। অন্যজনের বাড়ি বগুড়া। শনিবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ তথ্যমতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৪১ জন। এদের মধ্যে ২৪ হাজার ৪৩৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২ জন কোভিড-১৯ রোগী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: