নগর পুলিশের অভিযানে আটক ৩৪

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১ ২৩:৪৮; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৪

ফাইল ছবি

রাজশাহী নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) রাত থেকে শুরু করে রোববার (১৪ মার্চ) ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জন গ্রেফতার করা হয়েছে।

এই সময় অভিযানে মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮৫ গ্রাম হেরোইন, ৯৬০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

রোববার দুপুরে এদের আদালতে হাজির করা হয়।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top