রাজশাহীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২০ ২৩:০১; আপডেট: ৮ আগস্ট ২০২০ ২৩:০৮

দোয়া মাহফিলে অতিথিরা

রাজশাহীতে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী।

শনিবার (৮ আগস্ট ) রাজশাহী জেলা আওয়ামী লীগ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও নিরবতা পালন কর্মসূচী আয়োজন করা হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সাকে উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এড. পূর্ণিমা ভট্রাচার্য, আওয়ামী লীগ নেতা আমানুল হক দুদু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ এড. জাকিরুল ইসলাম সান্টু, ডা. চিন্ময় দাস বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. আব্দুস সামাদ মোল্লাহ, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুক্তি, প্রভাষক প্রদ্যুৎ কুমার সরকার, মাওলানা এন্তাজ আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুনসহ প্রমুখ।

বক্তারা বঙ্গমাতার আর্দশ ও ত্যাগের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার কথা আহবান জানান।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top