নগরীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১ ২২:৫৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩২
-2021-03-28-16-56-43.jpg)
দেশজুড়ে চলা হেফাজত ইসলামের হরতালের প্রতিবাদে রাজশাহীতে হরতালবিরোধী মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।
রবিবার (২৮ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্বে দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন সড়ক ঘুরে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলটি পরবর্তী সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও মীর ইশতিয়াক আহমেদ লিমন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: