করোনা সংক্রামনে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২০ ০৩:৩৬; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৮:৪৩

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসক ডা. মোস্তাক হোসেন আনসারী (৬৫) রাজশাহী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নগরীর সপুরা এলাকার বাসিন্দা মোস্তাক হোসেন আনসারীর গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তিনি পরিবারসহ রাজশাহী বসবাস করতেন।
গত ২৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত হন। ঈদের পর দিন থেকে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আন্দালীব-04-10
আপনার মূল্যবান মতামত দিন: