চারঘাটে মদ্যপানে একজনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১ ০০:২৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৩

রাজশাহীর চারঘাট উপজেলায় চোলাই মদ পান করে মাহাবুর রহমান (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই নিজ বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। বুধবার (০৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শ্রীখন্ড গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে ভ্যান চালক মাহাবুব রহমান পরিবার পরিজন নিয়ে হলিদাগাছি আবাসন প্রকল্প ২ এ বসবাস করতেন।
বুধবার রাতে বাইরে থেকে চোলাই মদ পান করে বাড়ীতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
শারীরিক অবস্থার অবনতি হলে এসময় পরিবারের সদস্যরা তাকে রাত এগারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এতে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদপনেই তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার শ্বাসকষ্ট ছিল বলে তিনি জানান।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: