রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১ ০৩:৪১; আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৬

ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক রাতে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। অন্য তিনজনের ছিল উপসর্গ। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেবিন ও বিভিন্ন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
 
 
বুধবার রাতের বিভিন্ন সময়ে তারা মারা যান। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, মৃত আটজনেরই লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। যে তিনজনের উপসর্গ ছিল, মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তারাও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।
 
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, বৃহস্পতিবার হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১১২ জন জন ভর্তি ছিলেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৫৯ জন। অন্য ৫৩ জন ভর্তি আছেন উপসর্গ নিয়ে। তাদেরও নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
 
 
 
এসকে


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top