গোদাগাড়ীতে এসিড়ে ঝলসে গেল মাদরাসা ছাত্রীর মুখ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২০ ২১:৪৯; আপডেট: ১২ আগস্ট ২০২০ ২১:৫১

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিডে ঝলসে গেল এক মাদরাসা ছাত্রীর মুখ। বখাটের ছোড়া এসিড়ে ওই ছাত্রীর পুরো মুখ ও হাত ঝলসে গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী সেলিম রেজার মেয়ে মোসা. সুমা খাতুন (১৫)। সে বাউটিয়া ইসলামিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে চাচীর সাথে টেলিভিশন দেখছিলেন সুমা। সে সময় বাড়ীর পাশ দিয়ে যাওয়া বখাটেরা জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। তবে বখাটেদের চিহ্নিত করা সম্ভব হয় নি।

আহত সুমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top