বিপুল পরিমাণ হেরোইন-গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০ ০৫:০৬; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৮:৪৭

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- ওবায়দুর (৩০), জসিম উদ্দিন (১৮) ও রেজভি (১৬)।
এর আগে বুধবার দিবাগত রাতে চারঘাটের টাঙ্গন পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- শরীফ আহমেদ (২৫) ও আজাদ সরদার (৩৫)। ওই এলাকায় তাদের বাড়ি।
বুধবার রাতে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বিহাস মোড়ে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই মাদক কারবারির নাম আবু তালেব লিটন (৪৫)।
আপনার মূল্যবান মতামত দিন: