মাটি উঠানোকে কেন্দ্র করে বাঘায় গৃহবধুকে মারধর

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১ ০২:৩২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৫

ফাইল ছবি
রাজশাহীর বাঘায় বাড়ির আঙ্গিনা থেকে মাটি উঠানোকে কেন্দ্র করে এক গৃহবধুকে মারপিট করে আহত করা হয়েছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ এপিল) সকালে উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টার সময় মনিগ্রাম দক্ষিন পাড়া এলাকায় সাবাজ আলীর ছেলে রায়হান আলী (৩২) প্রতিবেশী আফাজুল ইসলামের বাড়ির পাশ থেকে মাটি উত্তোলন শুরু করেন। এ সময় আফাজুল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রী  শহিদা বেগম (৬০) মাটি উত্তোলন করতে নিষেধ করেন। 
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে শহিদা বেগমকে নির্মমভাবে মারপিট করে আহত করে  রায়হানসহ তার লোকজন। পরে স্থানীয় লোকজন শহিদাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে।
 
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
 
 
 
 
এসকে

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top