রাবিতে উদ্ধারকৃত মর্টার শেল রকেট লঞ্চার ও ল্যান্ড মাইন নিস্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মে ২০২১ ২৩:১৫; আপডেট: ২ মে ২০২১ ০২:১৬

রাবিতে উদ্ধার চারটি বোমা নিস্কৃয় করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ধার চারটি বোমা নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের ফাঁকা স্থানে জায়গায় বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়ে কালো ধোয়ায় স্থানটি আচ্ছন্ন হয়ে যায়।

গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকায় পুকুর খনন করার সময় দুইটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ঘিরে রাখে। পরে বগুড়া ক্যান্টনমেন্টের বোমা বিশেষজ্ঞ টিম এসে বোমাগুলো নিষ্কৃয় ঘটায়। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একই জায়গায় একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top