করোনায় ক্ষতিগ্রস্ত রাজশাহীর গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মে ২০২১ ০১:৫৭; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১২:১৫

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রাজশাহীর ১০০ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার প্রদান করেছে জেলা প্রশাসন। এদের মধ্যে সংবাদকর্মী ও গণমাধ্যমের অন্যান্য কর্মীরাও আছেন। তাঁদের প্রত্যেককে দুই হাজার করে টাকা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেণী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
এ সময় রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: