চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লি. এর ইফতার বিতরণ কর্মসূচী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২১ ২৩:৫৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

ইফতার বিতরণ কর্মসূচী।

তিনদিন ব্যাপি দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার, ঈদের বাজার এবং বয়স্ক মানুষদের মাঝে নতুন কাপড় বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে ৩০০ হত দরিদ্রের মাঝে ইফতার বিতরণ করেছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড।

প্রতিষ্ঠানটির ডেপুটি ডাইরেক্টর তাজ মোহাম্মদ এর উদ্যোগে সার্বিক সহযোগিতায় শুক্রবার (০৬ মে) বিকাল পাঁচটার সময় রাজশাহী কোর্ট একাডেমী স্কুলের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এই সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. মোহাম্মদ ইকবাল কাশেম, বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহমুদ আলম সাবেক সিনিয়র কেমিস্ট অফিসার পাবলিক হেলথ রাজশাহী, আরো উপস্থিত ছিলেন মাহবুবা আলম তামান্না, রাজন,
হৃদয়, আকাশ, সাগর প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৮ তারিখ সকাল ১১টার সময় বুলনপুর, রাজশাহী জুলফিয়া স্কুলে অসহায় মানুষের মাঝে ঈদবাজার বিতরণ করা হবে।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top