বগুড়ায় শোক দিবসে আ’লীগের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০ ২২:৩২; আপডেট: ২০ মার্চ ২০২৫ ০১:১৮

বগুড়ায় আওয়ামী লীগের উদ্যোগে পালিত হলো জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী।

শনিবার সকাল সাড়ে ৭টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

#এনএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top