বাঘায় পণ্য কিনে জিতলেন মোটরসাইকেল
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মে ২০২১ ০৩:৩৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:১১

২০০ টাকা মূল্য’র পণ্য কিনে একটি করে কুপন পেয়েছেন ক্রেতারা। ‘ড্র’ এর মাধ্যমে ৪০ জনকে দেওয়া হয়েছে নামী দামি বিভিন্ন ধরনের পুরস্কার। ওই ‘ড্র’ এ একজন ভাগ্যবান বিজয়ী হয়েছেন কেফার হোসেন। তার বাড়ি বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে। তিনি ৫৯ হাজার টাকা মূল্যের ১টি মোটরসাইকেল জিতে নেন। এ যেন আলাদিনের চেরাগ।
এছাড়াও বাঁকীদের জন্য ছিল ২৪ ইঞ্চি এলইডি টিভি, পেশার কুকার, রাইস কুকার, স্মার্টফোন, সেলাই মেশিন, বাইসাইকেলসহ উল্লেখযোগ্য আরো ৩৯টি পুরস্কার।
আরএস মুসা মার্কেটে ‘ঈদ বাম্পার গিফট অফার’ এ বিভিন্ন ধরনের পণ্য ক্রেতাদের জন্য ছিল এসব পুরস্কার। প্রায় ২৫ হাজার ক্রেতা পণ্য কিনে কুপন সংগ্রহ করেছিলেন।
রোববার (১৬ মে) বিকেল ৫টায় বাঘা পৌর এলাকায় ‘আর এস মুসা মার্কেট’ এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক নুরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, মার্কেটের স্বত্তাধিকারি ফয়সাল আহম্মেদ তুহিন, সাংবাদিক নাজিম উদ্দীন, লালন উদ্দীনসহ গণমাধ্যমকর্মী ও মাকের্টের ম্যানেজার মোকাররম হোসেন।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: