জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০ ০৫:২৩; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:৩১

জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখায় আয়োজনে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলচোনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মর্জিনা পারভিন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহাঃ মোকবুল হোসেন । প্রধান আলােচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান প্রফেসার তানবিরুল আলম। এছাড়া সভায় বক্তব্য রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি রাখেন নূরজাহান সরকার। সভায় বক্তব্য প্রদান করেন সংস্থাটির নির্বাহী কর্মকর্তা সাদিকুল ইসলাম ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিয়া সুলতানা ( প্রশিক্ষক , কম্পিউটার ) জাতীয় মহিলা সংস্থা । সভার শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতে মাওলানা আবদুল্লাহ দোয়া পরিচালনা করেন । সব শেষে সবার মাঝে মাস্ক ও হাস্যানিটাইজার বিতরণ করা হয় ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top