শিশু ধর্ষণের ঘটনায় চারঘাট থানায় মামলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০ ২০:৪৮; আপডেট: ১৬ আগস্ট ২০২০ ২১:২৭
-2020-08-16-15-27-13.jpg)
রাজশাহীর চারঘাট উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) চারঘাট মডেল থানায় ধর্ষিতার পিতা সুজন আলী বাদি হয়ে এই ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মৃত আবুর বাড়িতে দুই শিশু খেলতে গেলে তাদের একা পেয়ে মৃত আবুর ছেলে প্রান্তিক (১৫) ফুঁসলিয়ে পর্যায়ক্রমে দুই শিশুকে ধর্ষণ করে। শিশুদের চিৎকার শুনে ভিকটিমের মা সোহানা আক্তার মিম এসে দুই শিশু কন্যাকে উদ্ধার করে।
উদ্ধারকৃত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে এবং আসামীকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ধর্ষিত দুই শিশুকে রামেক হাসপাতালের ও সিসিতে পাঠানো হয়েছে।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: