আড়ানী ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মে ২০২১ ০২:৪৩; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৮

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ৩টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

আড়ানী ইউনিয়ন পরিষদ সচিব হাসানুজ্জামনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন মেম্বার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কালাম মন্ডল, মোজাম্মেল হক, মাসুদ রানা, মশিউর রহমান, কালাম হোসেন, মাসুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন সরকার, ছলিম উদ্দিন সরকার, নারী সদস্য ময়না বেগম, সাদিরা বেগম, পপি বেগম প্রমুখ।


বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব হাসানুজ্জামান।  বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৩ হাজার ২০০ টাকা। এছাড়া উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ ২ হাজার ২০০।

 

 

এসকে

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top