রাজশাহীতে পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুন ২০২১ ০২:২৫; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৬

ছবি-রাজটাইমস
পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে রাজশাহী নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ২৬ নম্বর ওয়ার্ড পিস ক্লাব।
 
 
সভায় পিসক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির যুব ও যুবা নারীদের জন্য একটি মঞ্চ তৈরী করা, যেখানে তারা তাদের সমস্যা ও উত্তরণ বিষয়ে আলোচনা করতে পারেন। তাছাড়া এ ক্লাব বিভিন্ন জাতীয় দিবস পালনসহ জনসচেতনতামূলক কাজ করবে। তারা জানান, এ লক্ষ্যে এরইমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কমিটি গঠন করা হয়েছে। যারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 
 
সভায় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড পিস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রেজওয়ান রেজু, কোষাধ্যক্ষ সাবরিনা রহমান সাথী, সদস্য সানজিদা ইসলাম রিয়া, মাসুদ রানা, বিইউপি ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ ও প্রোগ্রাম ম্যানেজার মহিদুল ইসলাম প্রমুখ। 
 
 
 
 
 
এসকে
 
 
 


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top