রাজশাহীতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুন ২০২১ ০৩:০০; আপডেট: ৫ জুন ২০২১ ০৩:৩৭

প্রতীকি ছবি


রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে আগামীকাল (৫ জুন) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের ফুটবল টুর্নামেন্ট।

১৮টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৮টি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বালকদের খেলাগুলো মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও বালিকাদের খেলাগুলো শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে বালক ও বালিকা উভয় বিভাগে মোহনপুর-বাঘা উপজেলা এবং পবা-চারঘাট উপজেলা মোকাবেলা করবে। সিটি কর্পোরেশন পর্যায়ে বালক ও বালিকা উভয় বিভাগেই মতিহার-রাজপাড়া থানা মোকাবেলা করবে।

 

 

এসকে



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top