পদ্মা নদী থেকে জেলের লাশ উদ্ধার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ২০:৪৮; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৩:০৬
-2020-08-17-14-47-47.jpg)
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত লাশটি উপজেলার ভাটাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলামের (১৮) বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মায় ভাসমান লাশটি স্থানীয় জেলেরা উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাতে পদ্মায় মাছ ধরতে যান শরিফুলসহ তিনজন জেলে। নৌকায় জাল আটকে গেলে জাল ছাড়াতে নৌকা থেকে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক চেষ্টা করেও রাতে আর তাকে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত ছিলাম। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: