১২ জনের মৃত্যু তবুও মানছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুন ২০২১ ২৩:০৫; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৭:৫৪

রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হলেও  রাস্তায় জনসমাগম বাড়ছে। ছবিটি নগরীর সাহেব বাজার জিরো  পয়েন্ট এলাকা থেকে ধারণকৃত।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে নগরীতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তর রাজশাহী অঞ্চল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, মৃত ১২ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। অন্য পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজনের বাড়িই রাজশাহী। আর দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯০ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top