সিংড়া মৎস্য আড়ত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা
সিংড়ায় ডাক্তারসহ ৯ জন করোনায় আক্রান্ত
সিংড়া প্রতিনিধি, নাটোর | প্রকাশিত: ১৩ জুন ২০২১ ০১:৩৫; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৪:২৭
-2021-06-12-19-34-48.jpg)
নাটোরের সিংড়ায় নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে সিংড়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৫জন।
এদিকে করোনাসংক্রমণ রোধে সিংড়া মৎস্য আড়ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর লকডাউনের ৫ম দিনে প্রশাসনের কড়াকড়ি কিছুটা শিথিল দেখা গেছে।
তবে শনিবার (১২ জুন) বিকেল ৫ টায় সরকারি আদেশ অমান্য করায় ৫ জনপথচারী ও ব্যবসায়ীকে একহাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, গত দু’দিনের চেয়ে করোনা সংক্রমণের হার অনেকটা বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ মেনে চলা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: