নাটোর সদর হাসপাতালে করোনা ইউনিট ৫০ শয্যায় উন্নীত

নাটোর সংবাদদাতা | প্রকাশিত: ১৩ জুন ২০২১ ২৩:১৭; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করছেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ।

নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় এই ইউনিটের বর্ধিত শয্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া তিনটি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষসহ আগত চিকিৎসাসেবা গ্রহীতাদের মাঝে উন্নতমানের মাস্কও বিতরণ করেন।

বিতরণের সময় নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিমল কুমার রায় ও সংসদ সদস্যের বড় ভাই জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও নাটোর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • এসএইচ 


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top